অভিনেত্রীর নুসরত জাহান এবং বিতর্ক যেন কার্যত হাত ধরাধরি করে চলে। তাঁর বিয়ে থেকে সম্পর্ক, সন্তান জন্ম দেওয়া থেকে রাজনীতি কোনও ক্ষেত্রেই বিতর্ক পিছু ছাড়েনি তাঁর। তবে সেসবে বিশেষ কান দেন না নুসরত, বরং সপাট জবাবে বারংবার নেটিজেনদের মুখ বন্ধ করে দিয়েছেন অভিনেত্রী। যতবার কটাক্ষ এসে গায়ে লেগেছে তাঁর, ততবারই ঢালের মতো নিজের কাজ দিয়ে তা ঠেকিয়েছেন তিনি। এবার ফের নতুন ভিডিয়ো দিয়ে তিনি নিজের অবস্থান করলেন স্পষ্ট।
ইন্সটাগ্রামে রিল ভিডিয়ো শেয়ার করে ফের নেটিজেনদের এক হাত নিলেন টলি নায়িকা। পরনে তাঁর কালো পোশাক, মাথার উপর রোদ চশমা। সময় মতো রোদ চশমা চোখে নামিয়ে নুসরত জানালেন, 'যাই করুন লোকে ট্রোল করবেই। তাই সবসময় মনে মনে করবেন আপনি একদম ঠিক কাজ করছেন।"
তাঁর এই ভিডিয়ো ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সমস্ত কটাক্ষ বিতর্ককে ক্লিন বোল্ড করে এই মুহুর্তে ছেলে ঈশান এবং স্বামী যশের সঙ্গে চুটিয়ে সংসার করছেন নুসরত জাহান।