পুজো চলেই এসেছে। কলকাতা সেজেছে আলোর সাজে। এবার উৎসবের মেজাজ আর সব বারের থেকে খানিক আলাদা। একদিকে ধর্মতলায় অবস্থান অনশনরত জুনিয়র ডাক্তাররা। অন্যদিকে দ্বিতীয়া থেকেই তিলোত্তমার রাস্তায় মানুষের ঢল। দুর্গা পুজো, এমনই এক উৎসব যেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ মেতে ওঠে উদযাপনে।
টলিউডের নুসরত জাহান, সব উৎসবেই গা ভাসান তিনি। ছোট থেকেই শারদীয়া তাঁর কাছে বড় প্রিয়। এবারেও তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে উঁকি দিলেই দেখা যাবে তাঁর পুজো শুরু হয়ে গিয়েছে।
তা কী কী প্ল্যান নুসরতের?
“শহর কঠিন সময়ের মধ্যে দিয়ে গেলেও প্রতিবারের মতোই নিয়মমাফিক মা আসছেন। তিনি যেন সকলের জীবনে শান্তি পৌঁছে দেন।” এই চাওয়া নুসরতের। পুজো প্ল্যানে রয়েছে অষ্টমীতে শাড়ি পরে অঞ্জলি দেওয়ার পর, পাত পেড়ে ভোগ খাওয়া।
ছেলে ঈশান, আর যশের সঙ্গে শহরের কিছু ঠাকুর দেখার প্ল্যানও রয়েছে তাঁর। অভিনেত্রী বলছেন, “শৈশবে দিনভর ভাইবোনদের নিয়ে প্যান্ডেল হপিং করতাম। সেগুলো মিস করি। তবে আমি ঠাকুর দেখতে ভালোবাসি। এখন অবশ্য অতিথি হিসেবে কলকাতার অনেক পুজো আগেভাগেই দেখা হয়ে যায়। তবে যশকে বলেছি একদিন আমাকে নিয়ে আলাদা করে বেরতে। আর বাচ্চাদের সঙ্গেও একটা দিন কাটানোর পরিকল্পনা রয়েছে। এইসময়ে বাইরের অনেক বন্ধুবান্ধবও কলকাতায় আসে। তাঁদের সঙ্গেও খাওয়া-দাওয়া আড্ডার প্ল্যান রয়েছে।”