ইন্দোনেশিয়ার জঙ্গলে এক ছায়াঘেরা কটেজ। ঢাল বেয়ে পাথরের সিঁড়ি নেমে গিয়েছে। স্বর্গের মতো সুন্দর ইন্দোনেশিয়ার সময় কাটাচ্ছেন যশ নুসরত (Yash Dasgupta-Nusrat Jahan)।
নুসরতকে ইশারায় ডাকলেন যশ, নুসরত এলেন। তার পর? হাতে ধরলেন কফি গাছের ডাল। যশ তত ক্ষণে খাঁচাবন্দি বনবিড়ালের সামনে। ইন্দোনেশিয়ায় (Indonesia) বেড়াতে গিয়ে কফি দিয়েই দিন শুরু করতেন কফিপ্রেমী মিয়াঁ বিবি। পুরনো সফর সকাল সকাল একটু মনে পড়ল তাঁদের। আর সেই স্মৃতিই একটু ভাগ করে নিলেন ভক্তদের সঙ্গে।
Bonny-Koushani: মাখো মাখো প্রেম কই? বরং ভয় ধরাচ্ছে বনি-কৌশানীর নতুন ছবির পোস্টার
তবে এ তো যে-সে কফি নয়! ইন্দোনেশিয়ার বিখ্যাত লুওয়াক কফি। এ কফির স্বাদ নাকি স্বর্গীয়। নুসরত আর যশও উপভোগ করেছেন সেই লুওয়াক কফি। নুসরত গরম জলে ফুটিয়ে শুকিয়েছেন। হামানদিস্তায় কফি গুঁড়ো করেছেন যশ। তার পর অপূর্ব ঘ্রাণ উপভোগ করতে করতে গলা ভিজিয়েছেন দুটিতে।