লোকসভা আবহে আজ থেকে ঠিক ৫ বছর আগে, ২০১৯ সালের নির্বাচনের ব্যস্ততার অন্ত ছিল না অভিনেত্রী নুসরত জাহানের৷ বসিরহাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হিসাবে তিনি চষে ফেলছিলেন গোটা এলাকা। এবার অবশ্য তিনি ভোটযুদ্ধে নেই। কিন্তু ইনস্টাগ্রামে তাঁর নিত্য বিচরণ। রবিবাসরীয় সকালে এক শিম্পাজি কোলে ভালবাসার নজির দেখিয়েছেন নুসরত।
Iraq: সমকামি সম্পর্কে থাকলে ১৫ বছরের জেল, ইরাকের নতুন আইন নিয়ে বিশ্ব জুড়ে চলছে বিতর্ক
শিম্পাজি বাবাজি নুসরতের কোলে চড়ে, নায়িকার গলা একেবারে আদরে জড়িয়ে ধরেছে। হাসি হাসি মুখে নায়িকার গলা জড়িয়ে গালে মিষ্টি করে চুম্বনও এঁকে দিয়েছে ওই শিম্পাজি। এই ভিডিয়ো পোস্ট করে নুসরত লিখেছেন, সেন্ডিং লাভ। ক্যাপশনে লেখা, ‘কিছু প্রেম এবং চুম্বন পাঠানো হচ্ছে’।