৩বছরে প্রথম মাদার্স ডে-র দিনেই ছেলের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন অভিনেত্রী নুসরত জাহান। প্রায় ৩ বছর চুটিয়ে মাতৃত্বের স্বাদ উপভোগ করছেন নুসরত । ছেলে ঈশান বেশ খানিকটা বড় হয়েছে। মা দিবসেই ছেলের ছবি প্রকাশ্যে আনলেন নুসরত। ‘বেস্ট মম’ লেখা একটি কেকও উপহার পেয়েছেন তিনি। খুদে ঈশানের সঙ্গে আদুরে ছবি শেয়ার করে মাদার্স ডে উদযাপন করলেন অভিনেত্রী। নেটিজেনদের কেউ কেউ বলছেন ঈশানের মুখ যেন একেবারে যশের মুখ কেটে বসানো।
উল্লেখ্য ,লোকসভা আবহে আজ থেকে ঠিক ৫ বছর আগে, ২০১৯ সালের নির্বাচনের ব্যস্ততার অন্ত ছিল না অভিনেত্রী নুসরত জাহানের৷ বসিরহাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হিসাবে তিনি চষে ফেলছিলেন গোটা এলাকা। এবার অবশ্য তিনি ভোটযুদ্ধে নেই। কিন্তু ইনস্টাগ্রামে তাঁর নিত্য বিচরণ। তবে এদিন ছেলের সঙ্গে ছবি দিয়ে কার্যত সকলকে চমকে দিয়েছেন অভিনেত্রী।