লোকসভা আবহে আজ থেকে ঠিক ৫ বছর আগে, ২০১৯ সালের নির্বাচনের ব্যস্ততার অন্ত ছিল না অভিনেত্রী নুসরত জাহানের৷ বসিরহাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হিসাবে তিনি চষে ফেলছিলেন গোটা এলাকা। এবার অবশ্য তিনি ভোটযুদ্ধে নেই। কিন্তু ইনস্টাগ্রামে তাঁর নিত্য বিচরণ। প্রায় দিনই নিত্য নতুন ছবি ভিডিও শেয়ার করে নিজের ‘খোঁজ খবর’ জানান নুসরত জাহান।
গরম মানেই আমের মরসুম। এই রসালো ফলের প্রেমে বাঙালি পাগল। নুসরতও তার ব্যতিক্রম নয়। ছুটির দিনের, অলস দুপুরে এক থালা পাকা আম সাজিয়ে খেলেন নুসরত জাহান। ক্যাপশনে লেখা , ‘Love at first bite’... নিজের আম প্রীতির কথা জানালেন অভিনেত্রী।