৩ বছর মাতৃত্বের স্বাদ চুটিয়ে উপভোগ করার পর, মাদার্স ডে-র দিনেই ছেলের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন অভিনেত্রী নুসরত জাহান। ছেলে ঈশান বেশ খানিকটা বড় হয়ে গিয়েছে। এবার খুদের একটি ভিডিয়ো এল প্রকাশ্যে। যেখানে দেখা গেল, মাকে একেবারে চোখে হারাচ্ছে খুদে। ক্যামেরা দেখেই মায়ের কাছে গিয়ে মুখ লুকোয় যশরতের ছেলে।
যেই ভিডিয়োটি সামনে এসেছে, সেটি সম্ভবত কোয়েল পুত্র কবীরের জন্মদিনের পার্টির। কোয়েল মল্লিকেও দেখা যায় ভিডিওতে। মিতিন মাসীর শ্যুটিং-এ চোট পেয়েছিলেন কোয়েল। সেই হাতেই ঈশান-কে ডেকে সকলে মিলে একটি ছবি তোলার চেষ্টা করছিলেন কোয়েল। কিন্তু ক্যামেরা অন হতেই খুদে ছুটে চলে যায় মায়ের কাছে। মায়ের পা জড়িয়ে ধরে ঈশান। এই মিষ্টি ভিডিয়ো এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
Mimi Chakraborty : জঙ্গলে 'ভয়ঙ্কর প্রাণী'-র কবলে মিমি, শেয়ার করলেন ভিডিও
উল্লেখ্য, ঈশানের ছবি যখন মাদার্স ডে-তে শেয়ার করেছিলেন নুসরত , নেটিজেনদের কেউ কেউ বলেছিলেন ঈশানের মুখ যেন একেবারে যশের মুখ কেটে বসানো। খুদেকে আরেকটু চোখ ভরে দেখার অপেক্ষায় রয়েছেন যশরতের অনুরাগীরা।