সারা দেশ বলছে, ওয়েডিং অফ দি ইয়ার, প্রায় সাত মাস ধরে উদযাপন চলছে অনন্ত আম্বানি-রাধিকা মার্চেন্টের বিয়ের অনুষ্ঠানের। এখন তাঁরা 'জাস্ট ম্যারেড'। নবদম্পতির আজ রিসেপশন। তাতে যোগ দিতে মুম্বইয়ের উদ্দেশে পাড়ি দিলেন বাংলার একাধিক তারকা।
রবিবার সকালে কলকাতা বিমানবন্দরে দেখা গিয়েছে টলিপাড়ার জনপ্রিয় কাপল নুসরত জাহান এবং যশ দাসগুপ্তকে। মুকেশ এবং নীতা আম্বানির ছোট ছেলে অনন্তের রিসেপশন নাইট আলো করবেন যশ-নুসরত। এখানেই শেষ নয়, রয়েছে আরও চমক। টলিপাড়ার 'অপু' অর্থাৎ শাশ্বত চট্টোপাধ্যায়ও আমন্ত্রিত আম্বানিদের রিসেপশনে।
বিনোদন দুনিয়ায় শাশ্বত সর্বভারতীয় পরিচিতি আগেই পেয়েছিলেন, তবে সদ্য মুক্তি পাওয়া 'কল্কি'তে খলনায়কের চরিত্রে শাশ্বতর অভিনয় আরও একবার নাড়িয়ে দিয়েছে সারা দেশের সিনেপ্রেমীদের। আম্বানি পরিবারের রিসেপশনে তাহলে টিম কল্কির রিইউনিয়ন হতে চলেছে। গত কয়েকদিনের মতোই আজকের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কল্কি স্টার দীপিকা পাড়ুকোন এবং স্বয়ং অমিতাভ বচ্চনও।
ওদিকে শনিবারই মুম্বই পাড়ি দিয়েছেন আরেক টলি অভিনেত্রী রাইমা সেন। রাইমা আগেই জানিয়েছিলেন অনন্ত-রাধিকার রিসেপশনে তিনি আমন্ত্রিত।
দীর্ঘ সাত মাসের উদযাপন শেষের পথে। শুক্রবার মহা ধূমধাম, আড়ম্বরের সঙ্গে চার হাত এক হয়েছে রাধিকা অনন্তের। দেশের প্রায় সমস্ত গণমাধ্যম, সংবাদপত্র এবং সোশ্যাল মিডিয়াজুড়ে আম্বানিদের উদযাপনের শত শত, ছবি ভিডিয়ো ভাইরাল।