টলিউডের একেবারে হট ফেভারিট কাপল তাঁরা। যশ (Yash Dasgupta)-নুসরত কোথায় গেলেন, কী খেলেন, কী পরলেন, সব জানা চাই নেটিজেনদের। আর নুসরত (Nusrat Jahan) সেটা ভালোই বোঝেন, ভক্তদের হতাশ করেন না তিনি। নিয়মিত নিজের জীবন থেকে টুকরো টুকরো মুহূর্ত বেছে নিয়ে রেখে যান তাঁর সোশ্যাল মিডিয়ায়।
বিমানবন্দরে খুনশুটি করছেন যশ দাসগুপ্ত, নুসরত জাহান। সেই ভিডিও নুসরত শেয়ার করেছেন, নিজের ইন্সটাগ্রামে। অনেকেই বলেন তাঁরা বড্ড পিডিএ করেন! তাতে থোরাই কেয়ার করেন তারকা যুগল!
কিন্তু নুসরতকে ট্রলিতে চাপিয়ে কোথায় চললেন যশ? অভিনেত্রী তথা সাংসদ সেটা কিন্তু রহস্যই রেখেছেন। ঈশানকে ফেলে তবে কি শুটিং এর কারণেই আবার কলকাতা ছাড়তে হল তাঁদের? কারণ যাই হোক, ভিডিওতে একেবারে খোশ মেজাজে ধরা দিয়েছেন মিয়াঁ বিবি। কখনও বিমানে ঘুমিয়ে পড়ছেন নুসরত। কখনও পেছন থেকে ছুট্টে এসে জড়িয়ে ধরছেন মনের মানুষকে। কখনও আবার সব ভুলে নেচে নিচ্ছেন একটু।
গত একটা বছর জুড়ে বাংলা বিনোদন জগতে আলোচনার একেবারে কেন্দ্রবিন্দু হয়ে থেকেছেন যশ নুসরত। অভিনেত্রী নিজে বরাবরই নিজের শর্তে বেঁচেছেন। তাই বিতর্ক তাঁর গায়ে একেবারে সেঁটে থেকেছে।
তাঁর বিয়ে, বিবাহ বিচ্ছেদ, নতুন সম্পর্ক সবই চর্চায় থেকেছে। মা হয়েছেন, গর্ভাবস্থায় সন্তানের বাবার নাম সামনে আনেননি, সন্তানের জন্মের পর যখন বাবার নাম প্রকাশ্যে এসেছে, তখন আবার তাঁর সঙ্গে অভিনেত্রীর বৈবাহিক সম্পর্ক আছে কিনা, তা নিয়ে মুখ খোলেননি, সিঁদুর পরেছেন ইচ্ছে মতো। অর্থাৎ নিজের শর্তে বেঁচেছেন অভিনেত্রী। বুঝিয়েছেন, পেশাগত জীবন আর ব্যক্তিজীবনের মাঝে আড়াল টানা, না টানা সবটা তিনিই ঠিক করবেন, জীবন টা যেহেতু তাঁরই