জি ফাইভে আসছে 'আবার প্রলয়' (Abar Pralay), রাজ চক্রবর্তীর (Raj Chakrabporty) প্রথম ওয়েব সিরিজ, শুভশ্রীর (Subhashree Ganguly) প্রথম প্রযোজনা। তাতেই আইটেম নাম্বারে দেখা গেল নুসরতকে। মুক্তি পেল সিরিজের গান 'মেনকা'।
আইটেম সং 'মেনকা'য় দেখা গেল গৌরব চক্রবর্তী এবং ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী নুসরত ফারিয়াকে। গৌরব-নুসরতের রসায়ন জমে ক্ষীর।
১১ অগাস্ট জি ফাইভে মুক্তি পাচ্ছে 'আবার প্রলয়'। সুন্দরবনের নারী পাচার চক্র নিয়েই তৈরি হয়েছে ওয়েব সিরিজের গল্প ।
সিরিজে অভিনয় করেছেন একঝাঁক তারকা । শাশ্বত চট্টোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তী, সায়নী ঘোষ জুন মালিয়া ছাড়াও অভিনয়ে রয়েছেন দেবাশিস মণ্ডল, পরাণ বন্দ্যোপাধ্যায়, গৌরব চক্রবর্তী, সোহিনী সেনগুপ্তরা ।