ভালোবাসার সপ্তাহের ভরপুর উদযাপন শুরু হয়ে গিয়েছে। রোজ ডে উপলক্ষে হাতে গোলাপ নিয়ে শুভেচ্ছা জানালেন 'সেন্টিমেন্টাল' নায়িকা৷ গোপালফুলের দিনটাকে আরও কিছুটা উজ্জ্বল করে তুললেন নুসরত জাহান৷ অভিনেত্রী সাংসদ ইন্সটাগ্রামে সকলকে জানিয়েছেন রোজ ডে-র শুভেচ্ছা।
একগোছা টকটক লাল গোলাপ হাতে সুন্দরী, তবে সবচেয়ে সুন্দর গোলাপটা যেন তিনি নিজেই। কালো টপ, মানানসই ঘড়িতে কী দারুণ গর্জিয়াস লাগছে অভিনেত্রীকে। সে ছবির ক্যাপশনে নুসরত লিখেছেন, 'হোয়েন ইট গেটস রোজি.. আই গেট 'পোজি'..। গোলাপফুলের দিনে নুসরতের এমন পোজ মন কেড়েছে অনুরাগীদের।
রোজ ডে দিয়েই শুরু হল প্রেমের সপ্তাহ, এরপর একে একে প্রপোজ ডে, হাগ ডে, কিস ডে, চকোলেট ডে। তারকারা কে কবে কোন ছবি পোস্ট করেন, সেদিকে নজর অনুরাগীদের।