পল্লবী দে (Pallabi Dey), বিদিশার পর আরও এক টেলিভিশন অভিনেত্রীর রহস্য়মৃত্যু । ভুবনেশ্বরের বাড়ি থেকে উদ্ধার ওড়িয়া অভিনেত্রী রশ্মিরেখা ওঝার (Rashmirekha Ojha) ঝুলন্ত মৃতদেহ । পুলিশ জানিয়েছে, মৃতদেহের পাশ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে । পুলিশের প্রাথমিক অনুমান, আত্মহত্যাই করেছেন ২৩ বছরের অভিনেত্রী (Odisha Actress Death) । যদিও, অভিনেত্রীর পরিবারের দাবি,তাঁদের মেয়ে আত্মহত্যা করেননি ।
ভুবনেশ্বরের নায়াপল্লী এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকতেন বছর রশ্মিরেখা । এদিন সকালে, সেখান থেকেই তাঁর দেহ উদ্ধার হয় । অভিনেত্রীর পরিবারের অভিযোগ, তাঁদের মেয়ের মৃত্যুর জন্য দায়ী রশ্মিরেখার প্রেমিক সন্তোষ পাত্র । জানা গিয়েছে, ওই ভাড়া বাড়িতে একসঙ্গেই থাকতেন সন্তোষ ও রশ্মিরেখা । লিভ-ইন করতেন তাঁরা । অন্যদিকে, বাড়ির মালিক জানিয়েছেন স্বামী স্ত্রীর পরিচয়েই বাড়ি ভাড়া নিয়েছিলেন রশ্মি ও সন্তোষ ।
পুলিশ জানিয়েছে, সুইসাইড নোটে নিজের মৃত্যুর জন্য় কাউকেই দায়ী করেননি অভিনেত্রী । অভিনেত্রীর বাবার অভিযোগের ভিত্তিতে, তদন্ত শুরু করেছে পুলিশ । পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট এলেই বিষয়টা পরিষ্কার হবে ।
মে মাসে ঠিক এভাবেই ফ্ল্যাট থেকে উদ্ধার হয় টিভি অভিনেত্রী পল্লবী দে-র ঝুলন্ত দেহ । অভিযোগের আঙুল ওঠে লিভ-ইন-পার্টনার সাগ্নিক চক্রবর্তীর দিকে । ঘটনার তদন্তে উঠে আসে একাধিক তথ্য । গ্রেফতারও করা হয় সাগ্নিককে । এখনও এই ঘটনার তদন্ত চলছে ।
পল্লবী দে-এর মৃত্যুর কয়েকদিনের ব্যবধানেই বিদিশা ও মঞ্জুষার রহস্যমৃত্যু হয় । বেশ কয়েকদিন ধরেই খবরের শিরোনামে ছিল সেসব ঘটনা ।