ঐন্দ্রিলা শর্মার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগে গোটা বাংলা। অভিনেত্রীর শরীর কেমন আছে, সংজ্ঞা ফিরেছে কিনা, চিকিৎসায় সাড়া দিচ্ছেন কিনা, এসব নিয়ে সোশ্যাল মিডিয়ায় ঘুরছে নেটিজেনদের প্রশ্ন, উৎকণ্ঠা। তার পাশাপাশি ক'দিন ধরেই চর্চায় ঐন্দ্রিলা-সব্যসাচীর প্রেম। হাসপাতালের বেডে শুয়ে আছেন ঐন্দ্রিলা, অভিনেত্রীকে খাইয়ে দিচ্ছেন সব্যসাচী, এইরকম একটি ছবি ইতিমধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
ছবিটি অবশ্য এখনকার নয়, গত বছর দ্বিতীয়বার ক্যানসারে আক্রান্ত হন ঐন্দ্রিলা, সেই সময় এই ছবি পোস্ট করেছিলেন অভিনেত্রীর বন্ধু সব্যসাচী চৌধুরী নিজেই। তাঁদের প্রেম টলিপাড়ায় বেশ চর্চিত। জীবনের ওঠা নামায়, হাসি কান্নায় দুজন দুজনকে পাশে পেয়েছেন সবসময়।
Shahrukh-Salman: শাহরুখ-সলমন সত্যিই একসঙ্গে এক ছবিতে! পাঠান মুক্তির পরেই শুরু ছবির শুটিং
ক্যানসার আক্রান্ত থাকাকালীন ঐন্দ্রিলার বড্ড আদরযত্ন করতেন সব্যসাচী, নিয়মিত অনুরাগীদের জানাতেন ঐন্দ্রিলার শারীরিক অবস্থা। গত সপ্তাহে অভিনেত্রী ব্রেন স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর থেকেই সর্বক্ষণই হাসপাতালে আছেন অভিনেতা। ঐন্দ্রিলার চেতনা ফেরেনি, তবু পাশে বসে বন্ধুর সঙ্গে গল্প করেন সব্যসাচী।
ঠিক যেন রূপকথার গল্প। দুজনের এই বেঁধে বেঁধে থাকা, পাশে থাকা যেন এক দৃষ্টান্ত তৈরি করছে। ঐন্দ্রিলার দ্রুত আরোগ্য কামনা করে পোস্ট করছেন তারকারাও। চাইছেন, এমন অন্ধকার সময়ে ওদের ভালবাসা বেঁচে থাকা, অতিক্রম করুক অনেক অনেকটা পথ।