সারা দেশজুড়ে বিগত কয়েক ঘণ্টায় রীতিমতো ট্রেন্ডিং সুস্মিতা-ললিতের (Sushmita Sen-Lalit Modi) সম্পর্ক। আইপিএল-এর প্রাক্তন চেয়ারম্যান জানিয়েছেন, তাঁরা প্রেমের সম্পর্কে আছেন, বিয়েও করবেন। অথচ প্রাক্তন মিস ইউনিভার্সের পরিবারের সদস্যরা জানিয়েছেন তাঁরা আগে এই সম্পর্কের আঁচ পাননি।
এরই মধ্যে ললিত মোদীর ৯ বছরের একটি পুরনো টুইট (Tweet) ভারাইরাল হয়ে যায়। সেই নিয়েও জোর চর্চা চলছে নেটপাড়ায়। সেই সময় ললিত মোদি সুস্মিতা সেনকে টুইটারে ট্যাগ করে, তাঁর এসএমএসের উত্তর দিতে বলছেন। তিনি ২৭ এপ্রিল ২০১৩ সালে এই টুইটটি করেছিলেন। তাহলে কি তখন থেকেই সুস্মিতা সেনের প্রতি কোনওরকম আকর্ষণ অনুভব করেছিলেন ললিত? নাকি নিছক পরিচিতই ছিলেন তাঁরা? সেই নিয়ে জোর আলোচনা নেটপাড়ায়।
ললিত মোদীর প্রথম স্ত্রী মিনাল মোদী। ১৯৯১ সালের ১৭ অক্টোবর মুম্বইয়ে তাঁদের বিয়ে হয়। ক্যানসারে আক্রান্ত হয়ে ২০১৮ সালের ১০ ডিসেম্বর ৬৪ বছর বয়সে মিনালের মৃত্যু হয়।
সেটি ছিল মিনালের দ্বিতীয় বিয়ে। মিনালের মা ছিলেন ললিতের বন্ধু। মিনালের থেকে দশ বছরের ছোট ছিলেন ললিত। এর পরই ললিত-মিলান মুম্বইয়ে চলে আসেন। ১৯৯১ সালে বিয়ে করেন তাঁরা।