অক্ষয় কুমারের ছবির সেটে দুর্ঘটনায় মৃত্যু হল এক ক্রু সদস্যের । জানা গিয়েছে, মহারাষ্ট্রের কোলাপুরে পানালা দুর্গে ‘বেদাত মরাঠে বীর দৌদলে সাত’ মরাঠা ছবিটির শুটিং চলছিল । সেইসময় পানালা দুর্গের সজ্জা কোঠি থেকে আচমকাই পড়ে যান নাগেশ প্রশান্ত নামে এক ব্যক্তি । তাঁর মাথায় গুরুতর চোট লাগে । তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয় । সেখানে ১০ দিন ভর্তি থাকার পর অবশেষে মৃত্যু হল তাঁর ।
জানা গিয়েছে, সেটের ঘোড়ার যত্ন নেওয়ার জন্য রাখা হয়েছিল। সূত্রের খবর, যখন দুর্ঘটনাটি ঘটে তখন, মোবাইল ফোনে কথা বলতে ব্যস্ত ছিলেন তিনি । তাই ভারসাম্য হারিয়ে সেখান থেকে পড়ে যান । এদিকে, প্রযোজনা সংস্থার উপর ক্ষুব্ধ নাগেশের পরিবার । তাঁদের অভিযোগ, হাসাপাতালের পুরো খরচের দায়িত্ব নিয়েছিল প্রযোজনা সংস্থাটি । কিন্তু, শেষপর্যন্ত সেই খরচ তাঁরা দেননি বলে অভিযোগ । পরিবারের দাবি, প্রতিশ্রুতি পূরণ না করা পর্যন্ত নাগেশের শেষকৃত্য করবেন না তাঁরা ।
মরাঠি ছবিটি পরিচালনা করছেন সঞ্জয় মঞ্জরেকর । ছত্রপতি শিবাজীর চরিত্রে সেখানে অভিনয় করছেন অক্ষয় কুমার । সেটে এত বড় দুর্ঘটনা প্রসঙ্গে মুখ খোলেনি পরিচালক বা অভিনেতা কেউই । পরিবারের অভিযোগ নিয়েও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি প্রযোজনা সংস্থার তরফে ।