২৪ মার্চ ২০২২। আচমকাই মৃত্যু হয় টলি অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের। দেখতে দেখতে প্রায় এক বছর পার হয়ে গিয়েছে। কিন্তু চলে গিয়েও প্রতিটা মুহূর্তে স্ত্রী সংযুক্তার সঙ্গে রয়েছেন অভিনেতা । স্বপ্নের মধ্যে দিয়ে যেন নিজের ইচ্ছাগুলো বলে দেন অভিনেতা । এমনটা বারবার স্ত্রী সংযুক্তার মুখেই শোনা গিয়েছে । গত মঙ্গলবার, ১৪ মার্চ ছিল অভিনেতার বাৎসরিক কাজ। এই দিনটিকে স্মরণ করতেই অভিনেতার কথামতোই আয়োজন করেছিলেন তাঁর স্ত্রী।
এক সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, মৃত্যুবার্ষিকীর মেনু স্বপ্নেই ঠিক করে দিয়েছেন অভিষেক । সেই মতোই সবটা আয়োজন করা হয়েছে। তাঁর স্ত্রী জানান, অভিনেতার কথায় ঘর স্বর্গের মতো করে সাজিয়েছেন তিনি। স্বপ্নাদেশ অনুযায়ী ঠিক করা হয়েছে মেনু।
আরও পড়ুন - 'সুশান্ত নই, মরলে সবাইকে ফাঁসিয়ে মরব', সুইসাইড নোট অনুরাগকে নিয়ে মিটু অভিযোগকারী অভিনেত্রীর
মেনুতে রাখা হয়েছিল লুচি, আলুরদম, ভাত-ডাল, ঝুরো আলুভাজা, দই মাছ, মটন কষা। ৯টি বাচ্চাকে খাওয়ানোর ব্যবস্থা করেছিলেন। তাঁদের মেয়ে একটু আবেগপ্রবণ হয়ে পড়লেও তিনি নিজেকে সামলে নিয়েছেন।