এই যে, সবজান্তা গুগলের ওপর আমাদের এত ভরসা ছিল, জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত চোখ বন্ধ করে ভরসা করা ছিল, সেই দিন বুঝি ফুরলো, এবার গুগলকে টেক্কা দিতে open AI লঞ্চ করছে নতুন সার্চ ইঞ্জিন। সেই সার্চ ইঞ্জিনে থাকছে কৃত্রিম বুদ্ধিমত্তা। ১৩ মে পথচলা শুরু করছে চ্যাটজিপিটি-র নয়া সার্চ ইঞ্জিন।
চ্যাটজিপিটির নানা সীমাবদ্ধতা অতিক্রম করতে সাহায্য করবে এই সার্চ ইঞ্জিন। বিভিন্ন ক্ষেত্রে রিয়াল টাইম তথ্য অ্যাকসেসের ক্ষেত্রে সমস্যা ছিল চ্যাটজিপিটি-র। সেই সমস্যা এবার অনেকাংশেই কমবে।
এই মুহূর্তে বিশ্বে ৯০ শতাংশ ইন্টারনেট ইউজার গুগল সার্চ ব্যবহার করেন। এবার চ্যাটজিপিটির এআই সার্চ ইঞ্জিন সেই বিপুল জনপ্রিয়তায় কোপ বসাতে পারে বলেই অনুমান প্রযুক্তিবিদিদের।