'আরআরআর' (RRR)-এর মুকুটে নয়া পালক । গোল্ডেন গ্লোবের পর অস্কার ছিনিয়ে নিল 'নাটু নাটু' (Natu Natu) । সেরা মৌলিক গান বিভাগে পুরস্কার জিতে নিয়েছে গানটি । প্রত্যাশা ছিলই । এবার অস্কার জিতে ভারতের মুখ উজ্জ্বল করল এমএম কিরাভানির গানটি । তেলুগু ছবির ইতিহাসে নজির গড়ে অস্কার- (Oscar 2023 ) জিতল ‘আরআরআর’ ছবির গান ‘নাটু নাটু’। এই নিয়ে ভারতে এল দ্বিতীয় অস্কার । প্রথম অস্কার জিতে নিয়েছে দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’।
‘টেল ইট লাইক অ্যা ওম্যান’ ছবির অ্যাপলজ, ‘টপ গান ম্যাভেরিক’ ছবির ‘হোল্ড মাই হ্যান্ড’, ‘ব্ল্যাক পান্থার ওয়াকান্ডা ফরএভারের’ লিফট মি আপের মতো গানের সঙ্গে প্রতিযোগিতায় ফের সেরার তকমা পেল 'নাটু নাটু' । অস্কার জেতার পর স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত আরআরআর-এর গোটা টিম । টুইট করে সকলকে ধন্যবাদ জানিয়েছে তাঁরা । সেইসঙ্গে এই পুরস্কার, এই দারুণ মুহূর্তকে সকল ভক্তদের উৎসর্গ করেছে গোটা টিম । খবরে গর্বিত গোটা দেশ ।
অস্কার জয়ের আগেই মঞ্চে ‘নাটু নাটু’ গানের পারফর্ম করলেন গায়ক রাহুল সিপলিগঞ্জ ও কালা ভৈরব। গানের তালে পা মেলালেন আমেরিকান-ভারতীয় নৃত্যশিল্পী লরেন গটলিয়েব। তাঁর সঙ্গ দেন এক ঝাঁক শিল্পী।