ভারতীয় সময় সোমবারের ভোরে ৯৫তম অ্যাকাডেমি পুরস্কার তুলে দেওয়া হবে। মার্কিন মুলুকে মোট ২৩ টি বিভাগে বিশ্বের কলাকুশলীদের তুলে দেওয়া হবে এই পুরস্কার। এ বছর অস্কারের মঞ্চে উপস্থাপক হিসাবে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে।
কোথায় দেখবেন অস্কার?
১৩ মার্চ সোমবার ওটিটি 'ডিজনি প্লাস হটস্টার' ভারতীয় সময় ভোর ৫.৩০টে অস্কারের স্ট্রিমিং করবে। এছাড়াও লাইভ অ্যাকেডেমি পুরস্কার দেখা ইউটিউবে। সেখানে হবে অস্কারের লাইভ স্ট্রিমিং।
Satish Kaushik : খুন করা হয়েছে সতীশ কৌশিককে, দিল্লি পুলিশের কাছে চাঞ্চল্যকর অভিযোগ এক মহিলার
ভারতীয়দের ভরসা 'নাটু নাটু'
অস্কারে এবার ভারতীয়দের নজর 'RRR' এর গান 'নাটু নাটু'র দিকে। এবার এই একটি মাত্র গানই মনোনীত হয়েছে অস্কারের মঞ্চে। অরিজিনাল সং ক্যাটাগরিতে মনোনীত হয়েছে গানটি। গানে কোমর দোলাবেন মার্কিনি অভিনেতা।