মঞ্চ থেকে শুরু করে বড় পর্দা, শেক্সপীয়রের কালজয়ী নাটক নিয়ে কাজ করেছেন একাধিক পরিচালক। হায়দার, মকবুল, মন্দার, ওমকারা, রামলীলা এসব তারই নিদর্শন। এবার অর্ণ মুখোপাধ্যায়ের পরিচালনায় বড় পর্দায় আসছে ‘অথৈ’। ২০১৬ সালে এই নাটক মঞ্চস্থ করেছিলেন অর্ণ। এবার মঞ্চের গণ্ডি পেরিয়ে বড় পর্দায় ওথেলো। ক্রিয়েটিভ ডিরেক্টর অনির্বাণ ভট্টাচার্য।
ওথেলোর আধারে ‘অথৈ’ এর চরিত্ররা এবার এল প্রকাশ্যে। ডেসডিমোনা অর্থাৎ দিয়ামোনা মুখোপাধ্যায়-এর চরিত্রে অভিনয় করবেন সোহিনী সরকার। মূল নাটকের ইয়াগো ওরফে অথৈ-এর গোগোর চরিত্রে অনির্বাণ ভট্টাচার্য এবং ওথেলো অর্ণ মুখোপাধ্যায়। আগামী ১৪ জুন বড় পর্দায় আসছে অথৈ।
Adhir Choudhury: ফের বিক্ষোভের মুখে অধীর চৌধুরী, তৃণমূলের পোস্টার হাতে 'গো ব্যাক' স্লোগান
পরিচালক অর্ন মুখোপাধ্যায় বলেন, 'প্রেম, ন্যায়, মূল্যবোধ আর ভালোবাসার জমিতে অবিশ্বাস, সন্দেহ, ঘৃণার কালো ছায়ার যে গল্প ছুঁয়ে যায় আজকের সময়কে। অভিজ্ঞ মুখের পাশাপাশি একঝাঁক তরুণ অভিনেতাদের মুখের সমাহারে আমার প্রথম ছবি অথৈ।