৪২ বছর পর বড়পর্দায় মহানায়ক। সৃজিতের কার্যত অসাধ্য সাধন। কত ‘নায়ক’ এল গেল, কিন্তু উত্তম কুমারের বিকল্প যে একমাত্র তিনি নিজে ছাড়া আর কেউ নয় একথা বাঙালি একবাক্যে বিশ্বাস করে এত দশক পরেও। সেই মহানায়ককেই VFX এর কামালে পর্দায় ফেরাচ্ছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherjee), অবশেষে মুক্তি পেল ‘অতি উত্তমের’ ট্রেলার।
এই গল্প বোনা হয়েছে, মহানায়কের এক ভক্তকে কেন্দ্র করে। এই প্রথমবার দাদু-নাতিকে দেখা যাবে একই পর্দায়। অর্থাৎ, ছবিতে গৌরব চট্টোপাধ্যায়ের মুশকিল আসান করবেন মহানায়ক। ভক্তর জীবনের প্রেমঘটিত সমস্যা সমাধান করবেন তিনি।
ছবির ট্রেলার দেখে চমকে যাওয়ার জোগাড় দর্শকদের, স্বয়ং উত্তম কুমার হাসছেন, কথা বলছেন স্বভাবোচিত ভঙ্গিতে। উত্তম কুমার অভিনীত নানা সিনেমার দৃশ্যের ফুটেজ জুড়ে জুড়েই এই ছবি বানিয়েছেন পরিচালক। ছবিতে নানা গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অনিন্দ্য সেনগুপ্ত, রোশনি ভট্টাচার্য, লাবণি সরকার, শুভাশিস মুখোপাধ্যায় প্রমুখরা।