নেটফ্লিক্সে (Netflix) পাসওয়ার্ড শেয়ার করে আত্মীয়, বন্ধু ও বিশেষ মানুষটির সঙ্গে উপভোগ করেছেন দেশ-বিদেশের সিনেমা ও ওয়েব সিরিজ? এবার, কোপ পড়তে চলেছে তাতেই। এই বিশ্ববিখ্যাত ওটিটি সংস্থার (Netflix) তরফে জানানো হয়েছে, এবার থেকে পাসওয়ার্ড ভাগ করে নেওয়ার জন্য গুনতে হবে অতিরিক্ত টাকা। লক্ষাধিক গ্রাহক হারানোর পর ব্যবসায় বড়সড় ক্ষতির সম্মুখীন হয়েই এই সিদ্ধান্ত নিতে কার্যত 'বাধ্য' হয়েছে সংস্থাটি। গত মাসে এই সংস্থার শেয়ার (Netflix share) পড়ে গিয়েছিল ৩৯ শতাংশ। মূলত সংস্থার আয় বৃদ্ধির জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়। তবে এখনই সব দেশে এই নয়া নিয়মবিধি চালু করা হয়নি। মূলত পেরু, চিলি এবং কোস্টা রিকার গ্রাহকদের উপর নেটফ্লিক্স প্রাথমিক ভাবে এই নিয়ম চালু করছে। আদৌ নয়া বিধি কার্যকর হচ্ছে কি না তা পরীক্ষা করার জন্যই এই তিন দেশকেই বেছে নিয়েছে সংস্থা।
আরও পড়ুন: চিকিৎসার কাজে বিদেশযাত্রায় বাধা ইডির, কলকাতা হাইকোর্টের দ্বারস্থ অভিষেক
প্রসঙ্গত, ভারতে পাসওয়ার্ড (Netflix password) ভাগাভাগির জন্য আপাতত অতিরিক্ত টাকা নিতে শুরু করেনি নেটফ্লিক্স। বিশ্বজুড়ে এই নিয়ম চালু হবে কি না, সেই বিষয়ে এখনও পর্যন্ত কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। যেহেতু বিশ্বজুড়ে যে নীতিগুলি মানা হয়, তার মধ্যে এটিও পড়ছে, সে কারণে গোটা বিশ্বে চালু হলে বাদ যাবে না ভারতও।
অনেক নেটফ্লিক্স ব্যবহারকারী ‘সিঙ্গল ডিভাইস সাবস্ক্রিপশন’ (Single device subscription) নিয়ে একাধিক ব্যক্তির সঙ্গে নিজের পাসওয়ার্ড শেয়ার করেন। জানা গিয়েছে, এই নয়া বিধি চালু হতেই গ্রাহকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। এতে লাভের পরিবর্তে ক্ষতির মুখে পড়ছে সংস্থা।