বাঙালি গোয়েন্দা বলতে বোঝে প্রাইভেট ডিটেক্টিভ। সেরকম নয়, এবার আইবি আধিকারিকের ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী পায়েল সরকারকে। এই গল্প গোয়েন্দা অফিসের। কীভাবে মানবপাচার রহস্যের জাল ছাড়াবেন গোয়েন্দারা, সেই কাহিনীই উঠে আসবে, একের পর এক অনৈতিক কাজ আর এক 'সীমান্ত'-এর গল্পে। মুক্তি পেয়েছে সুমন মৈত্রের (Suman Maitra) নতুন ছবি 'সীমান্ত'-র ট্রেলার (Trailer)।
এই ছবিতে অভিনয় করেছেন পায়েল সরকার (Paayel Sarkar), সাহেব ভট্টাচার্য্য (Shaheb Bhattacherjee), রণজয় বিষ্ণু (Rano Joy), মৈনাক বন্দ্যোপাধ্যায় (Mainak Banerjee), সুদীপ মুখোপাধ্যায় (Sudip Mukherjee)।
গল্পে উঠে আসবে ভারত-বাংলাদেশ সীমান্তের গল্প।
সীমান্ত বড়পর্দায় মুক্তি পাবে ২ সেপ্টেম্বর। রহস্যের জাল কতটা দর্শকদের বাঁধতে পাবে এখন সেটাই দেখার।