তিনি বলিউডের মুকুটহীন বাদশা। আসমুদ্র হিমাচল তাঁর ভক্ত ছড়িয়ে। পাঁচ বছর পর তাঁর ছবি মুক্তি পাওয়ার পর সব রেকর্ড ভেঙে দেয় দর্শক, সেই কিং খান নাকি অভিনয় পারেন না। বিস্ফোরক মন্তব্য পাক অভিনেত্রী মাহনুর বালোচ-এর।
শাহরুখ মানুষ ভাল, ব্যক্তিত্বও রয়েছে, কিন্তু সুপুরুষ নন, মত মাহনুরের। এখানেই থামেননি, পাক অভিনেত্রী বলেছেন বলিউড বাদশা অভিনয়টাও জানেন না। বাজার কীভাবে ধরে রাখতে হয়, সেটা জানেন বলেই নাকি সাফল্য পেয়েছেন শাহরুখ।
Sovan-Baishakhi: ষাটে পা! গোলাপি বেলুন, লাল গোলাপ, ধূমধাম করে শোভনের জন্মদিন পালন বৈশাখীর
শাহরুখকে নিয়ে অভিনেত্রীর এই মন্তব্যে সমালোচনার ঝড় উঠেছে। তবে এই প্রসঙ্গে কোনও প্রতিক্রিয়া দেননি কিং খান। আগামী বছরেই মুক্তি পেতে চলেছে ‘জওয়ান’ ও ‘ডানকি’র মতো হাইবাজেট ছবি, যা মুক্তি পাবে খুব শীঘ্রই।