গান চুরির অভিযোগ উঠল বলিউড ডাইরেক্টর তথা প্রযোজক করণ জোহারের (Karan Johar) বিরুদ্ধে। চুরির অভিযোগ এসেছে সীমান্তের ওপারে পাকিস্তান থেকে। পাকিস্তানের জনপ্রিয় গায়ক আব্রার উল হক (Abrar-ul-Haq) অভিযোগ করেছেন, তাঁর গান করণ চুরি করেছেন।
বিভিন্ন সময়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকেন করণ জোহার। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর তাঁর বিরুদ্ধে স্বজনপোষণের অভিযোগ উঠেছিল। এবার উঠল চুরির অভিযোগ। পাকিস্তানের রাজনীতিবিদ তথা গায়ক আব্রার উল হক অভিযোগ করেছেন, তাঁর গান মোট ছয়বার করণ চুরি করেছেন। তিনি সোশ্যাল মিডিয়ায় এই অভিযোগ করেছেন। তিনি লিখেছেন, করণ জোহারের মত একজন ডাইরেক্টর ও প্রযোজকের কখনই অন্যের গান চুরি করা উচিত নয়। হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এবার তিনি করণের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবেন।
Bollywood and Cricket: বলিউড আর ক্রিকেট! এক শেষ না হওয়া দীর্ঘ প্রেমের আখ্যান
পাকিস্তানের গায়কের এই চাঞ্চল্যকর অভিযোগের প্রেক্ষিতে করণ জোহার অবশ্য মুখ খোলেননি। যদি আব্রার উল হক করণের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করেন তবে সেক্ষেত্রে করণ কী পদক্ষেপ করেন সেটাই এখন দেখার।