প্রথম থেকেই আত্মহত্যার তত্ত্ব খারিজ করেছে পল্লবী দে-র (Pallavi Dey Death) পরিবার । খুনের দিকেই ইঙ্গিত দিয়েছেন । লিভ-ইন-পার্টনার সাগ্নিকের দিকেই বারবার অভিযোগের আঙুল তুলেছেন তাঁরা । এবার, সোমবার আইনজীবীকে সঙ্গে নিয়েই গড়ফা থানায় খুনের অভিযোগ দায়ের করলেন পল্লবীর বাবা-মা । জানা গিয়েছে, লিভ ইন পার্টনার সাগ্নিক ও পল্লবীর বান্ধবী ঐন্দ্রিলার বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের (FIR lodged in Pallavi's Death) করেছেন তাঁরা ।
রবিবার গড়ফার ফ্ল্যাট থেকে অভিনেত্রী পল্লবী দে-র ঝুলন্ত দেহ উদ্ধার হয় । এই ঘটনায় রবিবার পর্যন্ত পল্লবীর পরিবারের তরফ থেকে কোনও অভিযোগ দায়ের করা হয়নি । রবিবার তাঁদের প্রশ্ন করা হলে তাঁরা বলেছিলেন, ময়নাতদন্তের রিপোর্টের জন্য তাঁরা অপেক্ষা করছেন । রিপোর্ট এলে এ ব্যাপারে পরবর্তী পদক্ষেপ করা হবে । পল্লবীর ময়নাতদন্তেপ রিপোর্ট আসার পরই পরই সোমবার গড়ফা থানায় হাজির হন অভিনেত্রীর বাবা নীলু দে এবং তাঁর মা ।
ময়নাতদন্তে রিপোর্টে রয়েছে, আত্মহত্যা করেছেন টেলি অভিনেত্রী পল্লবী দে । কাঁটাপুকুর পুলিশ মর্গে পল্লবীর দেহের ময়নাতদন্ত হয় । সূত্রের খবর, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে ইঙ্গিত, অভিনেত্রী আত্মহত্যাই করেছেন । যদিও পূর্ণাঙ্গ রিপোর্ট না আসা পর্যন্ত এখনও এ বিষয়ে মন্তব্য করতে নারাজ তদন্তকারীরা ।
সকালে গড়ফার আবাসন থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়েছে পল্লবীর দেহ। তাঁর গলায় জড়ানো ছিল বিছানার চাদর । পুলিশ সূত্রে খবর, পল্লবীর লিভ-ইন সঙ্গীই দরজা ভেঙে ঘরে ঢুকে পল্লবীর দেহ দেখতে পান । এর পর তিনিই পুলিশে খবর দেন । ঘটনার পরেই মৃত অভিনেত্রীর লিভ-ইন সঙ্গীকে গ়ড়ফা থানায় ডেকে টানা জিজ্ঞাসাবাদ করে পুলিশ । জেরায় তিনি স্বীকার করেছে, শনিবার রাতে দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়েছিল । রবিবারও অশান্তি হয়েছিল ।
এদিকে, সাগ্নিক কেন্দ্র করে একাধিক প্রশ্ন দানা বাঁধছে । শোনা যাচ্ছে, সাগ্নিক বিবাহিত । এমনকী, লিভ-ইন সম্পর্কে থাকাকালীনই অভিনেত্রীর এক বান্ধবীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন সাগ্নিক । পল্লবীর অনুপস্থিতিতে সেই বান্ধবীর যাতায়াতও নাকি ছিল তাঁদের গড়ফার ফ্ল্যাটে । অভিনেত্রীর পরিবারের তরফে দাবি, সম্প্রতি সাগ্নিক তাঁর আর তাঁর বাবার নামে নিউটাউনে ৮০ লাখ টাকা দিয়ে একটা ফ্ল্যাট কেনেন । সেখানে মোটা অঙ্কের টাকা দিয়ে সাহায্য করেছিলেন পল্লবী । এমনকী, পল্লবীর থেকে টাকা নিয়ে দামী গাড়িও কিনেছেন সাগ্নিক । এমনই অভিযোগ পরিবারের । এমনকী, দুজনের জয়েন্ট অ্যাকাউন্টে ১৫ লাখ টাকার ফিক্সড ডিপোজিট রয়েছে, দাবি পরিবারের ।