বাংলা টেলিভিশনে ফের দেখা যাবে পল্লবী দে-কে (Television Actress Pallavi Dey)! টেলিভিশনের অন্যতম পরিচিত মুখ পল্লবী মাত্র কয়েকদিন আগে আত্মহত্যা করেছেন। তাঁর আত্মহত্যার খবর পেয়ে চমকে উঠেছিল সবাই। এখনও স্পষ্ট নয়, কীভাবে মৃত্যু হয় 'আমি সিরাজের বেগম' খ্যাত অভিনেত্রীর। সেই আক্ষেপ এখনও রয়েছে। তবে ভক্তদের জন্য সুখবর। ফের টেলিভিশনে দেখা যাবে তাঁকে।
স্টার জলসায় (Star Jalsa) ৫ সেপ্টেম্বর থেকে নতুন সিরিয়াল আসছে। সেই সিরিয়ালে দেখা যাবে পল্লবী দে-কে। কীভাবে সম্ভব! স্টার জলসার নতুন ধারাবাহিকের নাম 'বিক্রম-বেতাল' (Bikram Betal)। ছোটবেলায় অনেকেই বিক্রম-বেতালের গল্প শুনেছেন। এবার নস্টালজিয়া উস্কে টিভির পর্দায় দেখা সেই ধারাবাহিক। মুখ্য চরিত্রে দেখা যাবে জয় মুখোপাধ্যায় ও শুভাশিস মুখোপাধ্যায়কে। এই সিরিয়ালে দেখা যাবে পল্লবী দে-কে।
আরও পড়ুন: সুকেশ চন্দ্রশেখর সম্পর্কে সবকিছু জানতেন জ্যাকলিন, আদালতকে জানালেন ইডি আধিকারিকরা
প্রযোজন সংস্থা সুরিন্দর ফিল্মসের এই শো-এর শুটিং এক বছর আগেই হয়ে গিয়েছে। প্রথমে এটি সান বাংলায় সম্প্রচারিত হওয়ার কথা ছিল। কিন্তু তা মাঝপথে আটকে যায়। এবার স্টার জলসার পর্দায় বিক্রম-বেতাল। এই সিরিয়ে নায়িকা চরিত্রে আছেন অদ্রিজা। অন্যদিকে এক রানির চরিত্রে বেশ কয়েকটি এপিসোডে দেখা যাবে পল্লবীকে।