আসলে সময়ের সঙ্গে সঙ্গে কত ঘটনাতেই প্রলেপ জমে, ধীরে ধীরে শিরোনাম হারায় একসময়ের বড় বড় ঘটনা।
১৫ মে, ২০২২ সেদিন সকালে একটা খারাপ খবরে ঘুম ভেঙেছিল বাঙালির। ছোটপর্দার অভিনেত্রী পল্লবী দে-র ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছিল তাঁরই ফ্ল্যাট থেকে। সেই ফ্ল্যাটে লিভ ইন পার্টনার সাগ্নিক চক্রবর্তীর সঙ্গে থাকতেন তিনি। অভিনেত্রীর কাছের মানুষ, বন্ধু স্বজনরা আজও এই মৃত্যুকে আত্মহত্যা বলে মানতে পারেননি। অভিনেত্রীর লিভইন পার্টনারের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল, গ্রেফতারও হয়েছিলেন সাগ্নিক। কিন্তু পরে তিনি জামিন-ও পেয়ে যান।
Jojo : ছেলের গায়ের রঙ নিয়ে বিদ্রুপের অভিযোগ, নেটিজনদের পাল্টা জবাব গায়িকা জোজোর
সম্প্রতি অভিনেত্রীর জন্মদিন গেল, কিন্তু তিনি আর নেই। দেড় বছরেও কি বিচার পেলেন তিনি? জানা যায় যে তদন্তে সাগ্নিকের বিরুদ্ধে হত্যার কোনও প্রমাণ না পাওয়ায় সেই মামলার নিষ্পত্তি হয়েছে, তাঁকে নির্দোষ হিসাবে মুক্তি দিয়েছে আদালত।