আসতে চলেছে জনপ্রিয় ওয়েব সিরিজ পঞ্চায়েতের তৃতীয় সিজন। ফুলেরায় ফিরছেন 'অভিষেক স্যার'। আর বিশেষ কোনও তথ্য না মিললেও সোশ্যাল মিডিয়ায় আনুষ্ঠানিকভাবে তৃতীয় সিজনের ঘোষণা করলেন নির্মাতারা। প্রকাশ্যে এল পঞ্চায়েতের তৃতীয় সিজনের প্রথম লুকও।
শনিবার অ্যামাজন প্রাইম ভিডিয়োর ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট থেকে কয়েকটি ছবি শেয়ার করা হয়েছে। যেগুলি দেখে বোঝাই যাচ্ছে সিজন ৩-এর সেটের টুকরো কিছু দৃশ্য অনুরাগীদের মধ্যে ভাগ করে নিয়েছেন নির্মাতারা।
পোস্টের প্রথম ছবিটা দেখা গিয়েছে সিরিজের মুখ্য চরিত্র জিতেন্দ্র কুমার অর্থাৎ ফুলের গ্রামের 'অভিষেক স্যার'কে বাইসাইকেলে করে আসছেন। অপর ছবিতে দেখা গিয়েছে সিরিজের তিন প্রধান চরিত্র প্রহ্লাদ, ভূষণ ও বিনোদকে।
আরও পড়ুন - নেটমহলে তোলপাড় ফেলেছে 'জামাল-কাদু', বিয়ের আগে ভাইরাল গানে কোমর দোলালেন অভিনেতা সৌরভ দাস
ক্যাপশনে লেখা হয়েছে, 'আমরা জানি এই অপেক্ষা অসহনীয়, সেই কারণেই সেট থেকে আপনাদের জন্য কিছু ছবি পোস্ট করা হল। প্রাইমে আসছে পঞ্চায়েত সিজন থ্রি।'