বঙ্গ সম্মেলনে (North American Bengali Conference) চূড়ান্ত অব্যবস্থা। তার 'শিকার' বাঙালি শিল্পীরা। বর্ষীয়ান শিল্পী তথা পদ্মভূষণ পণ্ডিত অজয় চক্রবর্তী একটি লম্বা চিঠি লিখে উত্তর আমেরিকার বঙ্গসম্মেলনের আয়োজকদের বিরুদ্ধে অভিযোগ জানান। যা নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইল থেকে শেয়ার করেছেন সঙ্গীতশিল্পী তথা পরিচালক অনিন্দ্য চট্টোপাধ্যায়। পণ্ডিত অজয় চক্রবর্তী'র অভিযোগ, মার্কিন মুলুকে পৌঁছনোর পর থেকেই নানাভাবে উদ্যোক্তাদের দ্বারা 'অপমানিত' হয়েছেন তিনি। তাঁর আরও অভিযোগ, অভীক দাশগুপ্ত নামের এক আয়োজক বঙ্গসম্মেলনে তাঁকে আমন্ত্রণের জন্য ৫০-এরও বেশিবার ফোন করেছিলেন। অথচ, আমেরিকায় যাওয়ার পর অজয় চক্রবর্তী একাধিকবার ফোন করলেও সংশ্লিষ্ট উদ্যোক্তা তাঁর ফোন একবারও ধরেননি।
শুধু তাই নয়, তিনি প্রাপ্ত পারিশ্রমিকও সময়ে পাননি বলে অভিযোগ। থাকা-খাওয়ার চূড়ান্ত অব্যবস্থা নিয়েও ক্ষোভপ্রকাশ করেন এই কিংবদন্তী শিল্পী।
উল্লেখ্য, মঙ্গলবারই সোশ্যাল মিডিয়ায় লাইভ এসে উত্তর আমেরিকায় আয়োজিত বঙ্গসম্মেলনে নিজের অপ্রীতিকর অভিজ্ঞতার কথা জানিয়ে ছিলেন বিশিষ্ট গায়িকা জয়তী চক্রবর্তী।
ঘটনার পরেই সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া জানিয়েছেন লোপামুদ্রা মিত্র, লাজবন্তী রায়, অনিন্দ্য চট্টোপাধ্যের মতো শিল্পীরা। অনিন্দ্য লিখেছেন , “এই অসম্মানটুকু পণ্ডিত অজয় চক্রবর্তীর প্রাপ্য বুঝি! বাঙালি আর কত নীচে নামবে?” , লাজবন্তীর কথায় , “এনএবিসি সম্পর্কে আগেও এরকম বহু ঘটনা শুনেছি।”