এবার বাঙালি পরিচালকের ছবিতে কাজ করবেন অভিনেতা পঙ্কজ ত্রিপাঠি (Pankaj Tripathi)। ছবির নাম 'করক সিংহ' (Kadak Singh)। ছবির পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরী। এই ছবির নাম ভূমিকায় রয়েছেন অভিনেতা পঙ্কজ ত্রিপাঠ। বাংলা ভাষায় কাজ না করলেও বাঙালি পরিচালকের (Bengali Director) সঙ্গে এটা পঙ্কজের তৃতীয় কাজ হতে চলেছে। ডিসেম্বরেই শুরু হবে ছবির শুটিং।
চমক এখানেই শেষ নয়, এই ছবিতে অন্যতম মুখ্য চরিত্র দেখা যাবে অভিনেত্রী জয়া আহসানকে (Jaya Ahsan)। যদিও জয়া এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া দেননি। তবে, এই গুঞ্জন সত্যি হলে এই প্রথম কোনও হিন্দি ছবিতে অভিনয় করতে চলেছেন জয়।
পঙ্কজ ত্রিপাঠি এবং জয়া আহসান ছাড়াও এই ছবিতে দেখা যাবে সুশান্ত সিং রাজপুতের শেষ অভিনীত ছবি 'দিল বেচারা'-র অভিনেত্রী সঞ্জনা সাংভিকে। দেখা যাবে বাংলার এক ঝাঁক অভিনেতা-অভিনেত্রীকেও।
আরও পড়ুন- 'অশ্লীল প্রোপ্যাগান্ডা', 'কাশ্মীর ফাইলস' নিয়ে মন্তব্য IFFI-র জুরি সভাপতির
করক সিংহ ছবির মূল বিষয়বস্তু আর্থিক কেলেঙ্কারি। ছবির শুটিং শুরু হতে চলেছে ডিসেম্বরের প্রথম সপ্তাহে। শুটিং হবে মুম্বই এবং কলকাতায়। প্রথম শুটিং মুম্বইয়ে হবে। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে শুটিংয়ের জন্য কলকাতায় আসবেন পঙ্কজ ত্রিপাঠী, সঞ্জনা সাংভিরা।