পুজো পেরোতে না পেরোতেই লক্ষ্মী পুজো! বাড়ির মহিলাদের ওপরেই এসে পড়ে সব পুজোর গুরুদায়িত্ব! আর সেই সব দায়িত্ব বেশ গুছিয়েই সামলাচ্ছেন টলিপাড়ার দুই অভিনেত্রী দেবলীনা কুমার এবং পাওলি দাম।
বালিগঞ্জ সার্কুলার রোডের বহুতল আবাসনে থাকেন পাওলি। বাড়ির পুজো আবাসনের পুজো, দুই-ই সমান তালে দেখভাল করছেন অভিনেত্রী। লক্ষ্মী পুজোর আগের রাত থেকেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছ। খিচুড়ি, ৫ রকম ভাজা, পায়েস, চাটনি, নাড়ুও তৈরি হচ্ছে, সবের তদারকিতে আছেন পাওলি। মায়ের দেওয়া হলুদ শাড়ি পরেই পুজোয় সাজবেন নায়িকা। বাড়ির পুজো মিটিয়ে তার পর আবাসনের পুজোতেও যোগ দেবেন সকলের সঙ্গে।
দেবলীনা কুমারের আবার দুই বাড়ি পাশাপাশি দুই পাড়ায়, দুই বাড়ির পুজো, সঙ্গে নিজের নাচের স্কুলের পুজো তো আছে। দু'বছর হল, দেবলীনার একটা নতুন পরিচয়ও হয়েছে, তিনি উত্তম কুমারের নাত বৌ, সে বাড়িতেও লক্ষ্মী পুজোর প্রস্তুতি রয়েছে।
সব মিলিয়ে লক্ষ্মী পুজোর আয়োজন করতে করতেই যেন হয়ে উঠেছেন দশভুজা। অভিনেত্রীর হাতের পোলাও আর পায়েসই নিবেদন করা হবে মা লক্ষ্মীকে।