কমলেশ্বর মুখোপাধ্যায়ের পরিচালিত বলাইচাঁদ মুখোপাধ্যায় ওরফে বনফুলের গল্প অবলম্বনে তৈরি 'একটু সরে বসুন', মুক্তি পেতে চলেছে এই নভেম্বরেই। ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন ঋত্বিক চক্রবর্তী, তাঁর চরিত্রের নাম নতুন দাদা। গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন পাওলি দামও। দিনকয়েক আগেই প্রকাশ্যে এসেছে ছবির টিজার , এবার একটি পোস্টার সামনে এসেছে। যেখানে পাওলির মূর্তি দেখা গিয়েছে। প্লেসমেন্ট এজেন্সির মালকিন রোকেয়ার চরিত্রে পাওলি। তাই পোস্টারের উপরেই লেখা, ‘রোক্কে রোকেয়া’
Ektu Sore Boshun Teaser: 'একটু সরে বসুন', উৎসবের মরসুমে মার্কেটে আসছে 'নতুন ভাই', টিজার দেখেছেন?
গুড্ডুর জীবনে না আছে চাকরি না আছে কোনও লক্ষ্য। অথচ সেই হয়ে উঠবে সিনেমার হিরো। ছবিতে স্টার কাস্টের ছড়াছড়ি। ছবিতে এছাড়াও অভিনয় করছেন পরাণ বন্দ্যোপাধ্যায়, খরাজ মুখোপাধ্যায়, রজতাভ দত্ত, বিশ্বনাথ বসু, মানসী সিনহা, ইশা সাহা, পায়েল সরকার-সহ তাবড়-তাবড় সব অভিনেতারা।