পুজোয় তারকারা কী করলেন, কোথায় গেলেন, তাই নিয়ে ভক্তদের মধ্যে আগ্রহ থাকেই। সেই মতো অভিনেতা-অভিনেত্রীরা নিজেদের পুজোর ঘোরাঘুরি সাজগোজের ছবি-ভিডিও পোস্ট করতেই থাকেন নিয়মিত। দশমীতে ভাইরাল টলি তারকাদের সিদুর খেলা-নাচের ভিডিও।
সিঁদুর খেলে ভাসানের আগে নাচতে দেখা গেল টলি তারকা পাওলি দামকে। লালা পাড় সাদা শাড়িতে দশমীর মেজাজের সঙ্গে একেবারে পারফেক্ট সাজে সেজেছিলেন পাওলি। অন্যদিকে আবাসনের পুজোয় সিঁদুর খেললেন , নাচলেন শুভশ্রীও। রাজ চক্রবর্তী নিজেই সে সব ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়।
দশমীর বিকেলেই ভবানীপুরে নিজের বাড়ির পুজোয় জমিয়ে নেচেছেন রঞ্জিত মল্লিকও।