ভিকি রায় হত্যা রহস্য! একটাই খুন। সন্দেহভাজন ৬ জন। কিন্তু খুনটা শেষ পর্যন্ত করেছে কে? উত্তর মিলবে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান মার্ডার’ (The Great Indian Murder) ওয়েব সিরিজে। উত্তর পেতে চোখ রাখতে হবে ডিজনিপ্লাস হটস্টারে, সিরিজটি মুক্তি পাচ্ছে, আগামী ৪ ফেব্রুয়রি। মঙ্গলবার মুক্তি পেল ওয়েব সিরিজটির ট্রেলার। এরই মধ্যে ট্রেলার ঘিরে চড়তে শুরু করেছে প্রত্যাশার পারদ।
বিকাশ স্বরূপের বেস্টসেলার উপন্যাস ‘সিক্স সাসপেক্টস’ অবলম্বনে তৈরি ‘দ্য গ্রেট ইন্ডিয়ান মার্ডার’। অভিনয় করেছেন রিচা চাড্ডা, প্রতীক গান্ধী, আশুতোষ রানা, রঘুবীর যাদব এবং অনেকেই। পরিচালনায় তিগমানশু ধুলিয়া। সিরিজের বিশেষ একটি চরিত্রে দেখা যাবে পাওলি দামকেও (Paoli Dam)। তাঁর চরিত্রের নাম শবনম সাক্সেনা।
ভিকি রাই -এর হত্যাকাণ্ডে কীভাবে জড়াল তাঁর নাম? উত্তর জানতে আর একটু অপেক্ষা।