শিল্পা শেট্টির পেছনে পাপারাৎজিদের ভিড় লেগেই থাকে। দিন দুয়েক আগে মুম্বইয়ের এক ইভেন্টেও পাপারাৎজিদের ক্যামেরাবন্দি হচ্ছিলেন খুশি হয়েই, এমন সময় ফটোবম্ব করে ফেললেন কে? টলিপাড়ার ঋতুপর্ণা সেনগুপ্ত।
ঠিক শুনেছেন। মুম্বইতে টাইমস ফুড নাইট লাইফ অ্যাওয়ার্ড ইভেন্ট। নানা তারকার ভিড়। শিল্পার ছবি তুলতে ভিড় করেছেন সংবাদমাধ্যমের অনেকেই। এমন সময় শিল্পার সামনে দিয়ে লাল আনারকলি স্যুটে হেঁটে গেলেন যিনি তিনি আর কেউ নন, টলিপাড়ার ঋতুপর্ণা সেনগুপ্ত। না ঋতুপর্ণা দেখতে পেলেন শিল্পাকে, না পাপারাৎজিরা চিনতে পারলেন ঋতুকে।
তবে ফটোবম্বিং নিয়ে এতটুকু বিরক্ত হননি শিল্পা।