তাঁদের রূপকথা যেন আর পাঁচটা প্রেমের উপাখ্যান থেকে একেবারেই আলাদা, ছক ভাঙা। বলছি পরমব্রত চট্টোপাধ্যায়, পিয়া চক্রবর্তীর কথা। কাগজে কলমে সইসাবুদ সারার দিন সন্ধেয় বন্ধুর বাড়িতে জমিয়ে আড্ডা দিলেন পরম-পিয়া। একেবারেই গুটি কয়েক অতিথি ছিলেন সেখানে। রিসেপশন বলতে যা বোঝায়, একেবারেই তেমনটা নয়, বরং ঘরোয়া ভাবে উদযাপন করলেন বিশেষ দিনটা।
সোমবার দুপুরে পরমব্রতর যোধপুরপার্কের বাড়িতে রেজিস্ট্রি হলো দু'জনের। সে ছবি এলিয়টসের কবিতা সহ সোশ্যাল মিডিয়ায় পোস্টও করলেন অভিনেতা। সন্ধেয় নবদম্পতি পৌঁছে গেলেন এক বন্ধুর বাড়িতে। ছিলছাম সাজ দুজনেরই।
পরমের পরনে সাদা ধুতি পাঞ্জাবির ওপর নীল হাফ জ্যাকেট, পিয়ার পরনে হালকা নীল শাড়ি, ইট রঙা ব্লাউজ।
বিয়ে করে কেমন লাগছে, জানতে চাওয়া হলে পরমের উত্তর, 'অনেক বয়সে বিয়ে করলে যেমন লাগে'।
বোঝাই যাচ্ছে, বিয়ে, ব্যক্তিগত জীবনের কথা একটু 'প্রাইভেট' রাখতেই পছন্দ করেন পিয়া-পরম দুজনেই।