তাঁদের প্রেমের সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছিল আগেই। বিয়ে নিয়েও চলছিল নানা কথা। চুপিচুপি নাকি বিয়ে সেরেছেন পরমব্রত চট্টোপাধ্যায় এবং পিয়া চক্রবর্তী। এমনটাও শোনা গিয়েছিল। সেসব যে মিথ্যা তা প্রমাণিত হয়েছে। তবে ২৭ নভেম্বর পরম ও পিয়ার বিয়ের খবর একদমই পাকা। কিন্তু শোনা যাচ্ছে, নিমন্ত্রিতদের তালিকায় খুব বেশি জনের নাম নেই।
বাংলার পাশাপাশি এখন হিন্দি সিনেমাতেও সমানতালে কাজ করছেন পরমব্রত চট্টোপাধ্যায়। কেরিয়ারের শুরু থেকেই একাধিক সম্পর্কে জড়ালেও কোনওদিন লুকোছাপা করেননি তিনি। এমনকি তাঁর বিদেশিনী প্রেমিকা ইকার বিষয়েও খোলাখুলি জানিয়েছিলেন অভিনেতা। দীর্ঘদিনের সম্পর্ক থাকলেও সেই সম্পর্ক টেকেনি। তবে পিয়ার বিষয়ে প্রকাশ্যে খুব একটা মুখ খোলেনি পরমব্রত।
সঙ্গীত পরিচালক অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী ছিলেন পিয়া। ২০২১ সালে তাঁদের সম্পর্ক ভেঙে যায়। তখন থেকেই গুঞ্জন উঠেছিল, পরমের সঙ্গে সম্পর্কের কারণেই নাকি পিয়া ও অনুপমের বিয়ে ভেঙেছে। যদিও পরম সেকথা নাকচ করে দেন। এমনকি এই বিষয়ে তিনি যে খুবই বিরক্ত তাও স্পষ্ট করে দিয়েছিলেন।
তবে ২৭ নভেম্বর পরম ও পিয়ার বিয়ের খবর একদম নিশ্চিত। তবে এই বিয়েতে পরিবার এবং ঘনিষ্ঠ কিছু বন্ধুকেই আমন্ত্রণ জানিয়েছেন তাঁরা। টলিউডের বিশেষ কেউই তাঁদের নিমন্ত্রিতদের তালিকায় নেই বলেই জানা গিয়েছে।