সারাদিন হাপিত্যেশ করে বসেছিলেন অনুরাগীরা একটিবার পরম-পিয়াকে দেখবেন বলে. সোমবার সকাল থেকেই নেটপাড়ায় হইচই। পরমব্রত চট্টোপাধ্যায়ের বিয়ে বলে কথা। পাত্রী পিয়া চক্রবর্তী। সকাল থেকেই অপেক্ষায় অনুরাগীরা। অবশেষে শুভকাজের পর সন্ধে বেলায় নিজেদের বিয়ের ছবি শেয়ার করেন পরম। সদ্য বিবাহিত পরম সংবাদ মাধ্যমকে জানান, তিনি ব্যাপারটাকে প্রথম থেকেই খুব প্রাইভেট রাখতে চেয়েছিলেন। এই বিয়েতে শুধু উপস্থিত ছিল তাঁদের পরিবার। পরম জানান, পরে বড় করে কিছু করার ইচ্ছে আছে।
উল্লেখ্য, এদিন একেবারে ছিমছাম সাদামাটা লুকে সইসাবুদ করেছেন পরম পিয়া। পরমের পরনে কমলা পাঞ্জাবী , জহর কোট। পিয়া পরেছেন লাল পার সাদা শাড়ি আর হালকা সোনার গহনা।