অভিনেতা থেকে পরিচালক, প্রযোজক । এবার একেবার নতুন ভূমিকায় পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee) । সম্প্রতি, তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলের একটি ভিডিও দেখলেই স্পষ্ট হয়ে যাবে সব ।
ছোট পর্দা থেকে জার্নি শুরু । তারপর বড়পর্দা, হালে ওটিটি-তেও পা জমিয়েছেন । বারবার বিভিন্ন চরিত্রে নিজেকে ভেঙেছেন গড়েছেন । পরমব্রতর অভিনয় দক্ষতা নিয়ে তো কোনও প্রশ্নই ওঠে না । পরিচালনা ও প্রযোজনাতেও হাত পাকিয়েছেন তিনি । এবার দেখা গেল এক অন্য পরমব্রতকে । যাঁর হাতে একটি গিটার । একেবারে প্রফেশনাল গায়কের মতোই সুরের ঝড় তুলেছেন ।
কী গাইছেন পরমব্রত? 'হে আপনা দিল তো আওয়ারা' । তাঁর সুরে সুর মেলাতে দেখা গেল অঙ্কিতা চক্রবর্তীকে । নাচলেন সোহিনী সরকার । মুম্বইয়ে শুটের পর গানের মাধ্যমে এভাবেই আড্ডা জমিয়ে দিলেন পরমব্রত । ভিডিও প্রকাশ্যে আসতেই ভালবাসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা ।
পরমব্রত-র গান গাওয়ার ট্যালেন্ট সম্পর্কে সকলেই কম-বেশি জানেন । আগেও তাঁর গানের ভিডিও ভাইরাল হয়েছে । 'নন্দী সিস্টার্স'-দের সঙ্গে গান গাইতে দেখা গিয়েছে পরমব্রতকে ।
টলি পাড়ার অন্যতম মোস্ট এলিজিবল ব্যাচেলর তিনি । তাঁর জীবনে এসেছে অনেক প্রেম । কিন্তু, এখনও শোলার টোপর মাথায় পরেননি । সম্প্রতি, গুঞ্জন ছড়ায়, তিনি অনুপমের প্রাক্তন স্ত্রীর সঙ্গে চুপিসারেই বিয়ে সেরেছেন । যদিও, সব জল্পনা, গুঞ্জনে জল ঢেলে দিয়েছেন পরমব্রত । এমন কিছু ঘটেনি, তা পরিষ্কার করে দিয়েছেন ।
সদ্য মুক্তি পেয়েছে তাঁর 'বিয়ে বিভ্রাট' । তারই এক সাক্ষাৎকারে বাস্তবে বিয়ে নিয়ে পরমব্রত বলেন, 'আজকাল আমার আইডেন্টিটি ক্রাইসিস হচ্ছে। নিজেই মাঝে মধ্যে বুঝতে পারি না যে আমি বিবাহিত নাকি অবিবাহিত। যে যখন পারছে যার সঙ্গে পারছে আমার বিয়ে দিয়ে দিচ্ছে! আর তাছাড়া যেহেতু এখনও বিয়ের পিঁড়িতে বসিনি সেহেতু বাড়ি, বাড়ির বাইরে সব জায়গা থেকেই তুমুল চাপ সইতে হয়। '
বর্তমানে বেশ ব্যস্ত অভিনেতা । তাঁর হাতে পরপর কাজ রয়েছে বলে খবর ।