ভাইফোঁটার দিন যে যেই প্রান্তেই থাকুক না কেন ভাই বা দিদির জন্য মন কেমন করবেই। এই একটা দিনের জন্য বছরভর অপেক্ষা করে থাকে ভাই বোনেরা। টলি সেলেবরাও তার ব্যতিক্রম নয়। এই মুহুর্তে নতুন ছবির শ্যুটিং নিয়ে রাজ্য ছাড়া টলিউডের হার্ট থ্রব পরমব্রত চট্টোপাধ্যায়। ভূপালে শ্যুটিং এর কাজে ব্যস্ত রয়েছেন তিনি। কিন্তু মন যে তার পড়ে রয়েছে বাড়িতেই সে কথাই যেন জানান দিলেন পরম।
ভাইফোঁটার সকালে নস্টালজিক পরম। কোনও এক ভাইফোঁটার সকালে বোনের সঙ্গে তোলা ছবি শেয়ার করলেন অভিনেতা। ছোট্ট পরমকে ছবিতে দেখে চেনা হবে দায়। সেই ছবি শেয়ার করে লম্বা মন কেমনের বার্তা লিখেছেন পরম।
বোনের শেয়ার করা কথাই ধার নিয়ে পরম লিখেছেন, 'ছোটবেলা থেকেই ভাইফোঁটা দিনটা আমার কাছে ভীষণ বিশেষ। ভাইবোনরা বড় হয়ে যতদিন না পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে গিয়েছে, ততদিন অবধিও বিশেষই ছিল। আর এখন, ভাইফোঁটার শুভেচ্ছাবার্তা আসে হোয়াটসঅ্যাপে। উপায় নেই।'