অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় এবং মনো সমাজ কর্মী পিয়া চক্রবর্তীর বিয়ের খবর নিয়ে চারপাশে হইহই। এরই মধ্যে বিয়ের পরদিনই কিডনির স্টোন অপারেশনের জন্য হাসপাতালে ভর্তি হয়েছিলেন পরম পত্নী পিয়া। কেমন আছেন তিনি?
পিয়ার অস্ত্রোপচার সফল হয়েছে, সব ঠিক থাকলে বুধবার বিকেলেই হাসপাতাল থেকে ছাড়া হবে তাঁকে। বুধবার দুপুরে হাসপাতাল থেকেই বিয়ের দুপুরের ছবি পোস্ট করেছন পিয়া। শুভাকাঙ্খীদের প্রশ্নের উত্তরে জানিয়েছেন, এখন ভালোই আছেন।
বছর দুয়েক ধরেই দুজনের প্রেমের জল্পনা ছিল, সে খবর প্রকাশ্যে আনেননি। সোমবার দুপুরে ঘরোয়া অনুষ্ঠানে রেজিস্ট্রি হয়েছে পরমব্রত পিয়ার। বিকেলে বন্ধুর বাড়িতে আত্মীয় পরজিনদের সঙ্গে ছিমছাম একটা গেটটুগেদারও হয়েছে।