সপ্তাহ দুয়েক আগে জি ফাইভে মুক্তি পেয়েছে অরিন্দম শিলের 'সাবাস ফেলুদা', কিন্তু সত্যজিতের ফেলুদার থেকে সামান্য বিচ্যুতি ঘটলেই পরিচালক-অভিনেতাদের যা কিছু শুনতে হয়, এক্ষেত্রেও শুনতে হয়েছে অরিন্দমকে পরমব্রতকে। সিরিজটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দর্শক মহলে।
বাঙালির আবেগের সঙ্গে মিশে থাকা ফেলুদার ঠোঁটের কোণে ঝুলে থাকা চারমিনার নেই, বরং নয়া সিরিজে ফেলুদার কাছে আছে স্মার্ট ফোন। ব্যাপারটা মোটেই ভাল ভাবে নেননি অনেকেই। এবার সেই ব্যাপারেই নিজের মত প্রকাশ করলেন পরম।
জানালেন ফেলুদার হাতে স্মার্টফোন না দিলে এটা পিরিয়ড পিস হয়ে থেকে যেত। আধুনিক সময়ে দাঁড়িয়ে সত্য উদ্ঘাটনের জন্য ইন্টারনেট-মোবাইলের ওপর ভরসা রাখতেই হয়, তাই ফেলুদাকেও সেসব ব্যাবহার করতে দেখা গিয়েছে।