প্রাইভেট ইনভেস্টিগেটর, প্রদোষ মিত্র! ফেলুদার হাতে মোবাইল ফোন এসেছে, সময়র সঙ্গে তাল মিলিয়ে ফেলুদার গল্পে প্রযুক্তির ব্যবহার এসেছে, কিন্তু ফেলুদার জীবনে প্রেম এলে দর্শক নিতে পারবে? কিন্তু সোনারকেল্লায় শুটিং তো শেষ, র্যাপ আপ হল পরম-কোয়েলের। এবার ফেরার পালা। ফেলুদার অনুরাগীরা 'হায়-হায়' করবেন না তো!
আহা! 'সোনার কেল্লা' বললেই ফেলুদা-তোপসে-জটায়ু ভাববেন? আসলে নতুন ছবি 'সোনারকেল্লায় যকের ধন'-এর শুটিং শেষ হল রাজস্থান জয়সলমিরে। এই ছবিতে জুটি বাঁধলেন পরম কোয়েল। তারই শুটিং শেষ হল সবে। শুটিং পর্বের একগুচ্ছ ছবি শেয়ার করেছেন পরমব্রত নিজে। 'যকের ধন' ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি এটি।
Kangana Ranaut: 'কারোর বিয়েতে কোনওদিন নাচিনি'! তিন খানেদের কটাক্ষ কঙ্গনার!
প্রসঙ্গত, পরমব্রত নিজেও এর আগে অরিন্দম শীলের ওয়েব সিরিজ 'সাবাস ফেলুদা'-য় ফেলুদার চরিত্রে অভনয় করেছেন।