পরমব্রত এবং আবির, বিয়ের সাজে দুজনেই, ধুতি, টোপরে বর সেজে কনের গলায় মালা দিতে তৈরি দুজনেই, কিন্তু কনের কাকে পছন্দ? বলা মুশকিল। প্রকাশ্যে এল রাজা চন্দর ছবি 'বিয়ে বিভ্রাট'-এর পোস্টার। দেখেই বোঝা যাচ্ছে রোম্যান্টিক কমেডি ঘরানার ছবি।
ছবিতে নায়িকা লহোমা ভট্টাচার্য। মিষ্টি প্রেমের গল্পে বহুদিন পর একসঙ্গে দেখা যাবে তিনজনকে। এর আগে ২২ শ্রাবণ, শাজাহান রিজেন্সির মতো ছবিতে পরম-আবিরকে এক ফ্রেমে পেয়েছে দর্শক। অভিনয়ের পাশাপাশি চিত্রনাট্যও লিখছেন পরমব্রত।
১৪ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে 'বিয়ে বিভ্রাট'।