অস্কারজয়ী ছবি ‘প্যারাসাইট’-এর অভিনেতা লি সান কিউন প্রয়াত। বুধবার সকালে সিওলের একটি পার্কের ভিতরে রাখা গাড়ি থেকে মৃত অবস্থায় তাঁর দেহ উদ্ধার করা হয়। অভিনেতার মৃত্যুর নেপথ্যকারণ এখনও জানা যায়নি। লি-এর স্ত্রীয়ের দাবি, লি বাড়ি থেকে বেরনোর পর তাঁর ঘর থেকে একটি সুইসাইড নোট উদ্ধার হয়।
লির সঙ্গে যোগাযোগ করতে না পেরে সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেন তাঁর স্ত্রী। সিওলের একটি পার্ক থেকে লির মৃতদেহ পাওয়া যায় বলে সংবাদ সংস্থা সূত্রে খবর।
একটি নাইটক্লাবে বেআইনি ভাবে মাদক সেবন করার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে, তদন্তও শুরু হয়। লির মৃত্যুর সঙ্গে এই ঘটনারও কোনও যোগসূত্র রয়েছে কি না, খতিয়ে দেখছে পুলিশ।