২৪ সেপ্টেম্বর উদয়পুরে গাঁটছড়া বাঁধছেন পরিণীতি চোপড়া ও রাঘব চড্ডা (Parineeti-Raghav Wedding ) । ২২ ও ২৩ তারিখ থেকে প্রাক বিয়ের অনুষ্ঠানও শুরু হবে । তবে, তার আগে দিল্লিতে হবে ক্রিকেট ম্যাচ । চোপড়া বনাম চাড্ডা । দুই পরিবারের বন্ধু ও আত্মীয়-স্বজনরা ক্রিকেট ম্যাচে অংশগ্রহণ করবেন ।
পরিণীতি-রাঘবের (Parineeti-Raghav) এক ঘনিষ্ঠ ই টাইমস-কে জানিয়েছে, বিয়েতে অতিথিদের জন্য নানারকম অ্যাক্টিভিটি প্ল্যান করা হয়েছে । তার মধ্যে একটা হল ক্রিকেট ম্যাচ । আর যেহেতু, এটা চোপড়া বনাম চাড্ডা-দের ক্রিকেট ম্যাচ, তাই এক্সাইটমেন্টও বেশি । দুই পরিবারের আত্মীয় ও বন্ধুরা এই ম্যাচে অংশগ্রহণ করবেন বলে জানা গিয়েছে ।
আরও পড়ুন, Zareen Khan: ১২ লক্ষ টাকা প্রতারনার অভিযোগ কলকাতায়, জারিন খানের নাম গ্রেফতারি পরোয়ানা জারি
ক্রিকেট ম্যাচের পর বিয়ের বাকি অনুষ্ঠানের জন্য উদয়পুর রওনা হবেন দুই পরিবার । সম্প্রতি, দিল্লিতে পৌঁছেছেন পরিণীতি । হবু বউকে নিতে দিল্লি এয়ারপোর্টে এসেছিলেন রাঘব । সেখানেই নীল শার্টে ক্যামেরাবন্দী হলেন দু'জনে । বিয়ের ধর্মীয় আচার-অনুষ্ঠানের জন্য দুই পরিবারই দিল্লিতে রয়েছেন ।
প্রথমে শোনা গিয়েছিল ‘দ্য ওবেরয় উদয়বিলাস’ হোটেল পরিণীতি-রাঘবের (Raghav Chadha) বিয়ের জন্য সেজে উঠছে । এখন আরও একটি হোটেলের নাম শোনা যাচ্ছে, আর তা হল লীলা প্যালেস । জানা গিয়েছে, ২৩ সেপ্টেম্বর প্রাক বিবাহ অনুষ্ঠানগুলি সম্পন্ন হবে, যেমন গায়ে হলুদ, মেহেন্দি ও সঙ্গীত । একইদিনে সব অনুষ্ঠান রাখা হয়েছে । আর ২৪ সেপ্টেম্বর দু'জনের বিয়ে । ওই দুই বিলাসবহুল হোটেল মিলিয়ে দু'জনের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হবে ।