মঙ্গলবার দিল্লি পৌঁছলেন রাঘব চড্ডা-পরিনীতি চোপড়া। জোর গুজব, এবার নাকি বাগদান সারতেই দিল্লি যাচ্ছেন যুগল। সকালে মুম্বই বিমানবন্দরে পাপারাৎজিদের ক্যামেরায় বন্দি হয়েছেন দু'জন। তখনই বলিউড অভিনেত্রীর দিকে ধেয়ে আসে প্রশ্নবান। সকলেই জানতে উৎসুক, তাঁরা নেমন্তন্নটা পাচ্ছেন তো? উত্তরে পরিনীতির ঠোঁটে সেই লাজুক হাসি। সরাসরি কিছু স্বীকার করছেন না রাঘব-পরিনীতি। কিন্তু মুখের হাসি, লজ্জায় লাল হওয়া বলেই দেয়, সবই ওপেন সিক্রেট।
বিগত দেড় মাসে ডেট-ডিনার ডেট, বিমান বন্দরে বারবার একসঙ্গে দেখা গিয়েছে অভিনেত্রী পরিনীতি চোপড়া এবং আপ নেতা রাঘব চড্ডাকে। জীবনের নতুন ইনিংস শুরুর আগে আইপিএল এর ম্যাচ দেখতেও মোহলিতে একইসঙ্গে গিয়েছিলেন রাঘব-পরিনীতি।