পরিণীতি চোপড়া-রাঘব চাড্ডা বিয়ে নিয়ে বেশ কয়েক মাস ধরেই চর্চা চলছে । চলতি বছরই ধূমধাম করে বাগদান সেরেছেন দু'জনে । এবছরই বিয়ে করবেন । আগে কানাঘুষো শোনা গিয়েছিল অক্টোবরে গাঁটছড়া বাঁধবেন তারকা যুগল । তবে, এখন বলিউড অন্দরের খবর, আরও একমাস এগিয়ে আনা হচ্ছে বিয়ের তারিখ । কবে, বিয়ে করছেন পরিণীতি আর রাঘব, তার সম্ভাব্য দিনক্ষণও প্রকাশ্যে এসেছে ।
জানা যাচ্ছে, আগামী ২৫ সেপ্টেম্বর চার হাত এক হবে দু'জনের । শুরু হবে পরিণীতির মিস থেকে মিসেস হওয়ার জার্নি । বিয়ের বিষয়ে দিদি প্রিয়াঙ্কা-কেই অনুসরণ করবেন পরিণীতি । জানা গিয়েছে, মরু শহরে বিলাসবহুল হোটেলে বসবে বিয়ের আসর । রাজস্থানের উমেদ ভবনে বসেছিল প্রিয়াঙ্কা-নিকের বিয়ের রাজকীয় আসর। অন্যদিকে খবর, উদয়পুরের 'দ্য ওবেরয় উদয়বিলাস'-এ গাঁটছড়া বাঁধবেন অভিনেত্রী । ঘনিষ্ঠ আত্মীয় ও বন্ধুদের উপস্থিতিতেই বিয়ে করবেন যুগল ।
আর রিসেপশন ? তিনটি শহরে রিসেপশন পার্টির পরিকল্পনা রয়েছে তাঁদের । গুরুগ্রাম, মুম্বই ও চণ্ডীগড়ে আয়োজিত হবে রিসেপশন । ইতিমধ্যেই বিয়ের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে ।
চলতি বছর ১৩ মে এনগেজড হয়েছেন রাঘব চড্ডা এবং পরিণীতি চোপড়া। আম আদমি পার্টির সাংসদের সঙ্গে দিল্লির কপূরথালা হাউসে ধূমধাম করে বাগদান সেরেছিলেন নায়িকা ।