ডি ডে সামনেই। আগামী ২৪ সেপ্টেম্বর উদয়পুরে চারহাত এক হবে পরিণীতি চোপড়া রাঘব চড্ডার। শুক্রবার সকালেই দুজনকে একসঙ্গে দেখা গেল দিল্লি বিমানবন্দরে। উদয়পুরের উদ্দেশে পাড়ি দিলেন মিয়া-বিবি।
কনে পরিণীতি এখন থেকেই পুরো বিয়ের মেজাজে। দিল্লি বিমানবন্দরে তাঁকে দেখা গেল লাল টুকটুকে জাম্পস্যুটে। রাঘবের পরনে অবশ্য কালো ফুল স্লিভ টি শার্ট।
উদয়পুরের দুই বিলাসবহুল প্রাসাদে বর এবং কনেপক্ষের থাকার ব্যবস্থা হয়েছে। বরযাত্রী নৌকো করে তাজ লেক প্যালেস থেকে আসবেন কনের কাছে লীলা প্যালেসে। বিয়ের সব অনুষ্ঠান শুরু হচ্ছে শনিবার দুপুর থেকে, ওয়েলকাম লাঞ্চ' দিয়ে। সেদিনই উদয়পুরে পা রাখার কথা কনের দিদি প্রিয়াঙ্কা চোপড়ার।